দৃঢ় দৃষ্টিভঙ্গি-সহ আদর্শ ভিত্তিক একটি দল হল বিজেপি : জে পি নাড্ডা

বেলাগাভি, ৫ মার্চ (হি.স.) : দৃঢ় দৃষ্টিভঙ্গি-সহ আদর্শ ভিত্তিক একটি দল হল বিজেপি। জোর দিয়ে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। মঙ্গলবার কর্ণাটকের বেনাগাভিতে বিজেপির বুথ সমাবেশে নাড্ডা বলেছেন, “আপনারা সবাই খুবই ভাগ্যবান। আমরাও খুব ভাগ্যবান। কেন?…বিজেপি কর্মীরা নিজেদের ভাগ্যবান বলে মনে করেন, কারণ আমরাই একমাত্র দল যা বিশ্বের বৃহত্তম দল হিসেবে প্রতিষ্ঠিত। আমরাই একমাত্র রাজনৈতিক দল যা আদর্শিকভাবে প্রতিষ্ঠিত। আমরাই একমাত্র রাজনৈতিক দল যার মতাদর্শ সুনির্দিষ্ট, বিজেপি এমন একটি দল যা কখনই নিজস্ব আদর্শ থেকে বিচ্যুত হয়নি।”

কংগ্রেস-সহ বিরোধীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “কংগ্রেস সাম্প্রতিক নির্বাচনে জয়ী হওয়ার পর বিধান সৌধে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়া হয়াছে, এটাই কি রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’-র উদ্দেশ্য? মল্লিকার্জুন খাড়গে কেন এর নিন্দা করেননি? সন্ত্রাসবাদের বিরুদ্ধে কংগ্রেসের সহনশীল মনোভাব রয়েছে। তাদের শাসনকামলে একটি ক্যাফের মতো সাধারণ স্থানেও বিস্ফোরণ ঘটেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *