আগরতলা, ৫ মার্চ : টিটিএএডিসি এলাকায় মেডিক্যাল কলেজ কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকারের প্রস্তাব পাঠানো হয়েছে। আজ রাজ্য বিধানসভায় বিধায়ক রঞ্জিত দেববর্মার এক প্রশ্নের লিখিত উত্তরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ তথা মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এই তথ্য জানিয়েছেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) এলাকায় একটি মেডিক্যাল কলেজ খোলার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে এর অনুমোদন এখনও পাওয়া যায়নি।
2024-03-05

