উত্তরপ্রদেশের বালিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত ৬, আহত ১০ জন

বালিয়া, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশের বালিয়া জেলায় একটি সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে এবং ১০ জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে যে, সোমবার রাতে ২টি কমান্ডার জিপ এবং ১টি টমেটো বোঝাই গাড়ির মধ্যে সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছে। উত্তরপ্রদেশের বালিয়া জেলার বাইরিয়া থানার অন্তর্গত সুঘর ছাপড়ার কাছে সোমবার রাত আড়াইটার দিকে জিপ এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৬জনের মৃত্যু হয়, ১০জন আহত জন।

এসপি দেব রঞ্জন ভার্মা জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি জেলাশাসক রবীন্দ্র কুমারের সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তারপর আহতদের চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত ৪ জনকে চিকিৎসার জন্য বিএইচইউ বারাণসীতে রেফার করা হয়েছে। মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতরা হলেন, অমিত কুমার গুপ্ত (৪৬), রঞ্জিত শর্মা (৩২), যশ গুপ্ত (০৯), রাজ গুপ্ত (১১), রাজেন্দ্র গুপ্ত (৫০), এবং এক অজ্ঞাত ব্যক্তি, যার বয়স প্রায় ৪৫ বছর। তাঁর নাম জানা যায়নি।