চিকিৎসা বিজ্ঞান শুধুমাত্র চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর পরিধি অনেক বিস্তৃত হয়েছে : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): চিকিৎসা বিজ্ঞান শুধুমাত্র চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর পরিধি অনেক বিস্তৃত হয়েছে। উল্লেখ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির কথায়, চতুর্থ শিল্প বিপ্লবের কারণে ভৌত, ডিজিটাল এবং জৈবিক ক্ষেত্রের মধ্যে ব্যবধান সঙ্কুচিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার নতুন দিল্লিতে লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজের ১০৭-তম বার্ষিক দিবস এবং সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

রাষ্ট্রপতি এদিন বলেছেন, “মানুষ ডাক্তারকে ভগবান মনে করে। চিকিৎসকদের উচিত এই নৈতিক দায়িত্ব বুঝে সেই অনুযায়ী আচরণ করা। তাঁরা প্রকৃতপক্ষে সফল ডাক্তার অথবা নার্স তখনই হবেন, যখন নিজেদের মধ্যে পেশাদার দক্ষতার পাশাপাশি সহানুভূতি, দয়ার মতো মানবিক মূল্যবোধ রাখবেন। একজন ভালো স্বাস্থ্যসেবা পেশাদার হতে হলে একজন ভালো মানুষ হওয়াও জরুরি। তিনি বলেন, গান্ধীজীও চরিত্রহীন জ্ঞান এবং মানবতাবিহীন বিজ্ঞানকে পাপ বলেছেন। অতএব, তাদের প্রাথমিক লক্ষ্য অর্থ উপার্জন নয়, বরং ‘নিজের আগে সেবা’ হওয়া উচিত।