আগামী ২৫ বছরে ভারতকে একটি ‘বিকশিত দেশ’-এ রূপান্তরিত করার সংকল্প নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): আগামী ২৫ বছরের মধ্যে ভারতকে একটি ‘বিকশিত দেশ’-এ রূপান্তরিত করার সংকল্প নিয়েছি আমরা। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, বিকশিত ভারতের চারটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল দরিদ্র, যুবক, কৃষক এবং মহিলা। উল্লেখযোগ্যভাবে, ভারতের টেক্সটাইল সেক্টর এই সমস্ত স্তম্ভগুলির সঙ্গে সংযুক্ত। সুতরাং ভারত টেক্সের মতো একটি বিষয় আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার দিল্লির ভারত মণ্ডপমে ভারত টেক্স ২০২৪-এর উদ্বোধন করেছেন।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এখন ভারতে এই সেক্টরে দক্ষতার উপরও অনেক জোর দেওয়া হচ্ছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির নেটওয়ার্ক দেশের ১৯টি প্রতিষ্ঠানে পৌঁছেছে। আশেপাশের তাঁতি ও কারিগরদেরও এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করা হচ্ছে।” প্রধানমন্ত্রীর কথায়, “এখন ভারত বিশ্বের অন্যতম তুলা, পাট এবং রেশম উৎপাদনকারী দেশ। লক্ষাধিক মানুষ এই কাজে নিয়োজিত।এখন সরকার লক্ষ লক্ষ তুলা চাষিকে সহায়তা করছে, তাঁদের কাছ থেকে লক্ষ লক্ষ কুইন্টাল তুলা কিনছে। সরকার কর্তৃক চালু করা কস্তুরী তুলা ভারতের নিজস্ব পরিচয় তৈরির দিকে একটি বড় পদক্ষেপ হতে চলেছে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “প্রতি ১০ জন পোশাক প্রস্তুতকারকের মধ্যে ৭ জন মহিলা এবং হ্যান্ডলুমে তা আরও বেশি। টেক্সটাইল ছাড়াও খাদি আমাদের ভারতের নারীদের নতুন শক্তি দিয়েছে। আমি বলতে পারি, আমরা গত ১০ বছরে যে প্রচেষ্টা করেছি তা খাদিকে উন্নয়ন এবং কর্মসংস্থান উভয়েরই মাধ্যম করে তুলেছে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “বিকশিত ভারত গড়তে টেক্সটাইল সেক্টরের অবদান আরও বাড়ানোর জন্য আমরা অনেক বিস্তৃত পরিসরে কাজ করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *