আগরতলা, ২৪ ফেব্রুয়ারি: ত্রিপুরার মেয়ে লেখিকা ঐন্দ্রিলা চক্রবর্তী অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস স্টোরি রাইটিং কম্পিটিশন ২০২৪’ গল্প লিখে অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয় থেকে শংসাপত্র লাভ করে।
ঐন্দ্রিলা চক্রবর্তী ত্রিপুরার বাসিন্দা কিন্তু বর্তমানে সে সংযুক্ত আরব আমিরশাহি আবুধাবিতে বসবাস করে। সে ব্রিটিশ স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। এই অনুষ্ঠানের আয়োজক মিরেটস লিটারেচার ফাউন্ডেশন। প্রখ্যাত লেখিকা মিসেস ক্যাথি হুপম্যানওই গল্পটির বিচারকের ভূমিকা পালন করেছিলেন।
তাছাড়াও ঐন্দ্রিলা চক্রবর্তী ভারতে অনুষ্ঠিত তরুণ লেখক প্রতিযোগিতায় তৃতীয় পুরষ্কারও অর্জন করেছিলেন। তাঁর বাবা-মা, ড. মণিশঙ্কর চক্রবর্তী, এবং ড. আশাওয়ারি চক্রবর্তী এই সাফল্যের জন্য ভগবানের কাছে কৃতজ্ঞ জানিয়েছেন।