রাজ্যসভা নির্বাচন : মধ্যপ্রদেশ থেকে মনোনয়নপত্র পেশ ৪ বিজেপি ও এক কংগ্রেস প্রার্থীর

ভোপাল, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য ৪ জন বিজেপি প্রার্থী এবং একজন কংগ্রেস প্রার্থী মধ্যপ্রদেশ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান সহ ৪ জন বিজেপি প্রার্থী এবং একজন কংগ্রেস প্রার্থী রাজ্যসভা নির্বাচনের জন্য তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মুরুগান, বিজেপি কিষাণ মোর্চার জাতীয় সহ-সভাপতি বংশীলাল গুর্জর, রাজ্য দলের মহিলা শাখার প্রধান মায়া নরোলিয়া এবং বিজেপি মনোনীত বাল্মীকি ধাম আশ্রমের প্রধান উমেশ নাথ মহারাজ, এদিন মধ্যপ্রদেশের রাজ্য বিধানসভায় রিটার্নিং অফিসারের সামনে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিনের এই মনোনয়ন পেশের সময় উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, রাজ্য বিজেপির সভাপতি ভি ডি শর্মা এবং কৈলাশ বিজয়বর্গীয় ও প্রহ্লাদ প্যাটেল সহ অন্যান্যরা।