গুয়াহাটি, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : নিৰ্দিষ্ট সূচি মোতাবেক আজ সোমবার থেকে শুরু হয়েছে ২০২৪ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা। অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ (এএইচএসইসি) পরিচালিত এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অবতীৰ্ণ হয়েছে ২,৮০,২১৬ জন শিক্ষাৰ্থী।
পরীক্ষা শুরু হয়েছে আজ সকাল নয়টা থেকে। রাজ্যের ৮৭৬টি কেন্দ্ৰে অনুষ্ঠিত হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। গোটা রাজ্যে ২,৮০,২১৬ জন আজ পরীক্ষায় অবতীর্ণ হয়েছে। তাদের মধ্যে ১,৩৯,৪৮৬ জন ছাত্রী এবং ১,৪২,৭৩২ জন ছাত্রী৷ মোট সংখ্যার মধ্যে ২,০৬,৪৬৭ শিক্ষার্থী কলা শাখা, ৫৪,২৮৭ জন বিজ্ঞান শাখা এবং ১৭,৫৮২ জন বাণিজ্য শাখার। পরীক্ষা শেষ হবে চলতি বছরের ১৩ মার্চ।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ছাত্ৰছাত্ৰীদের গুরুত্বপূর্ণ এই পর্বে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখছেন, ‘আজ থেকে যারা এইচএস (হায়ার সেকেন্ডারি) পরীক্ষায় অংশ নিয়েছে তাদের সকলকে আমার শুভেচ্ছা জানাই। মনে রাখবে, এই পরীক্ষা তোমার জীবনে উচ্চ লক্ষ্য অর্জনের জন্য একটি সোপান। এজন্য উচিত অত্যন্ত আন্তরিকতার সাথে এবং মনের স্বস্তি সহকারে পরীক্ষা দেওয়া। অনেক অনেক শুভকামনা!’
প্ৰসঙগত, প্রথমবারের মতো এবার অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপস্থিতি সম্পূর্ণরূপে ডিজিটাল করা হয়েছে।