কলকাতা, ১২ ফেব্রুয়ারি (হি.স.): বলিউডের জনপ্রিয় অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর স্বাস্থ্যের আরও উন্নতি হয়েছে। মিঠুন চক্রবর্তীকে ফোন করে তাঁর খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার অ্যাপোলো হাসপাতাল সূত্রে অভিনেতার শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য জানানো হয়েছে। জানা গেছে, রবিবার রাতে মিঠুনের ভালো ঘুম হয়েছে। খাবার খেয়েছেন এবং চিকিৎসকদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মিঠুন চক্রবর্তীকে ফোন করে কথা বলেছেন। মিঠুনের ঘনিষ্ঠ সূত্রে থেকে জানা গিয়েছে যে রবিবার রাতে প্রধানমন্ত্রী মোদী তাঁকে ফোন করেছিলেন। প্রধানমন্ত্রী অভিনেতার সঙ্গে কথা বলেছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। মিঠুন চক্রবর্তী এই ফোনের জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, শনিবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন মিঠুন চক্রবর্তী। তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। রবিবার চিকিৎসকরা জানিয়েছিলেন, মিঠুন প্রায় সুস্থ হয়ে উঠেছেন এবং কিছু পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে ছেড়ে দেওয়া হবে। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীও হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন। তাঁর সঙ্গে দেখা করেছেন আরও অনেক নেতাও।