নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারিঃ
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যু বার্ষিকী গোটা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এদিনটিকে সমর্পণ দিবস হিসেবে পালন করে বিজেপি দল। রাজ্যেও এর ব্যতিক্রম হয়নি।
এদিনের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে প্রদেশ বিজেপি কার্যালয়ে। এদিনের এই অনুষ্ঠানে রাজ্য কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্য দলীয় কর্মকর্তারা। এদিন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্প-মাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন দলের সদস্যরা।
এছাড়াও বিভিন্ন মণ্ডলেও এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। ৮ নং টাউন বড়দোয়ালী মণ্ডলের উদ্যোগে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এদিন সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা। এদিন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুস্পারঘ্য অর্পণ করে মুখ্যমন্ত্রী বলেন, দেশের কৃষ্টি সংস্কৃতি রক্ষার্থে এবং একে এক অন্যরূপ দিয়েছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। তাঁর রূপরেখাতেই দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি দল সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়ন পৌঁছে দেবার কাজ করে যাচ্ছে।