আগরতলা, ৯ ফেব্রুয়ারি: ক্যান্সার হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে পুনরায় দায়িত্ব পেলেন বিধায়ক রতন চক্রবর্তী। ইতিপূর্বেও তিনি এই দায়িত্ব পালন করেছেন। কিন্তু ২০২৩ সালের ৩ নভেম্বর ক্যান্সার হাসপাতাল ,জিবি হাসপাতাল ও আইজিএম হাসপাতাল সহ অন্যান্য হাসপাতলে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হয়েছিল।
নবগঠিত হাসপাতালের রোগী কল্যাণ সমিতির ভাইস চেয়ারম্যান হয়েছেন ডাঃ দিলীপ দাস। ওই সমিতির মেম্বার পদ পেয়েছেন কাউন্সিলার জয়া ধানুক, কাউন্সিলার শর্মিষ্ঠা বর্ধন, জিবি হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপারিন্ডেন্ট, নিউক্লেয়ার মেডিসিন ডিপার্টমেন্টের এমওসি, স্টোর এন্ড পার্চেজ অফিসার, বিওকেমিস্ট্রি ডিপার্টমেন্টের এমওসি, নার্সিং সুপারিন্ডেন্ট, রেডিশন সফ্টটি অফিসার সহ আরও অনেকেই।

