আগরতলা ৮ ফেব্রুয়ারি : মানুষের গণতন্ত্রের অধিকারকে হরণ করে একটা যুগ ধরে সিপিএম রাজনগরে রাজ করেছিল। রাজনগর বিধানসভায় কর্মসূচিতে দাঁড়িয়ে সিপিএমের বিরুদ্ধে সুর চড়ালেন একথা বলেন বিধায়ক সুশান্ত দেব
বিধায়ক সুশান্ত দেব জানিয়েছেন, বিধায়িকা স্বপ্ন মুজুমদার অনেক গুরুক্তপূর্ণ ইতিবাচক দিক দিয়ে বিধানসভায় কথা বলেছেন। সকলকে উদ্দেশ্য করে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ২০২৩ সালে নির্বাচনে এলাকার বিধায়িকা স্বপ্না মুজুমদারের মত একজন লড়াকু নেত্রীকে পবিত্র বিধানসভায় পাঠিয়েছেন।
তিনি আরও যোগ করেন, সকলের কাছে একটাই অনুরোধ বিগত দিনে রাজনগর একলাকাতে যারা ভোট দিয়ে স্বপ্না মজুমদারকে জয়ী করেছেন। আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্র থেকে আরো বেশি ভোট দিয়ে জয়ী করে পবিত্র লোকসভাতে পাঠানো যায়।