ইমফল, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : মণিপুরে সশস্ত্র দুর্বৃত্তরা নতুন করে সহিংসতা ছড়ানোর চেষ্টা করলে প্রতিহত করেছে নিরাপত্তা বাহিনী। ঘটনা আজ বুধবার ভোররাত প্রায় ৩:১০ মিনিট নাগাদ ইমফল পূর্ব জেলার অন্তর্গত ইথাম মইরাং পুরেলে সংঘটিত হয়েছে।
গতকাল ইমফল পূর্ব জেলার অন্তৰ্গত তুমুখং-এ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে সশস্ত্র দুর্বৃত্তরা হামলা চালিয়েছিল। একদিন পর ফের আজ সন্দেহভাজন সশস্ত্র দুর্বৃত্ত দল পার্শ্ববর্তী গ্রাম ইথাম মইরাং পুরেলে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়।
নির্ভরযোগ্য সূত্রের খবর, সশস্ত্র দুর্বৃত্তরা আজ ভোররাতে গ্রামরক্ষী স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেছিল। তবে হামলাকারীদের পাল্টা সশস্ত্র জবাব দিয়েছে নিরাপত্তা বাহিনী। বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। পরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে দুর্বৃত্তরা। নিরাপত্তা বাহিনীর সতর্ক অবস্থানে কোনও হতাহতের ঘটনা সংঘটিত হয়নি। দুৰ্বৃত্তদের গুলি বর্ষণে কেবল একটি ট্রাকের ক্ষতি হয়েছে।
উল্লেখ্য গতকাল মোলহাম কুকি গ্রামের পাহাড় থেকে নংদাম তাংখুল এবং তুমুখং মেইতেই গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত বালি খাদানে অস্ত্রধারী কতিপয় দুর্বৃত্ত নেমে এসে হামালা চালিয়েছিল। সশস্ত্র দুর্বৃত্ত দলটি খাদানে বালি উত্তোলনে নিয়োজিত শ্রমিকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়েছিল। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় নিরীহ বালি খাদান শ্রমিকরা প্রাণে বেঁচেছেন।