ধানবাদ, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ ধানবাদে আবার শুরু হয়েছে। রবিবার এই যাত্রা ধানবাদ থেকে শুরু হয়েছে। রবিবার ঝাড়খণ্ডে তাঁর যাত্রার তৃতীয় দিন। শনিবার ধানবাদ জেলার টুন্ডি ব্লকে রাতে বিশ্রাম নেন রাহুল গান্ধী। তারপর আবার রবিবার সকাল থেকে ধানবাদ শহরের গোবিন্দপুরে যাত্রা শুরু হয়।
‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ প্রসঙ্গে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ রবিবার সাংবাদিকদের জানিয়েছেন, “আজ আমরা ধানবাদে আছি এবং আমরা পরে বোকারোতে যাব।” তিনি বলেন, বোকারো একটি স্টিলের শহর। রমেশ আরও জানান, যখন মানুষ বলে যে আমরা ৭০ বছরে কী করেছি, সেই প্রসঙ্গে বলি ভিলাই, রৌরকেলা, দুর্গাপুর, ভাকরা নাঙ্গল, বোকারো, ধানবাদ, বারাউনি, সিন্দ্রি – এগুলো সবই ভারতের অর্থনৈতিক উন্নয়নের স্মৃতিচিহ্ন”।