নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি. স.) : সোমবার রাতে সাকেত কোর্ট কমপ্লেক্সের আট তলা থেকে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন এক আইনজীবী। আইনজীবীর নাম ওম শর্মা। খবর পেয়ে সাকেত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।
ডিসিপি অঙ্কিত চৌহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্তে জানা গেছে ওম শর্মা গত দুই বছর ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। হাসপাতাল থেকে স্ত্রীকে নিয়ে সাকেত কোর্টে পৌঁছেছিলেন তিনি। স্ত্রীকে গেটে রেখে আইনজীবী চেম্বার ভবনের ভেতরে গিয়ে আত্মহত্যা করেন। তার স্ত্রী আধঘণ্টা পর জানতে পারেন ওম শর্মা আত্মহত্যা করেছেন। পুলিশ একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে।
আইনজীবীর সঙ্গে কাজ করা কাবুল জানান, তিনি দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। সোমবার বসন্ত কুঞ্জের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পরিবারের সঙ্গে সাকেত কোর্টে আসেন তিনি। কাউকে টাকা দিতে হবে, স্ত্রীকে বলে সবাইকে গাড়িতে রেখে ভেতরে চলে যায় সে। এরপরেই এই ঘটনা ঘটে।