নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি. স.) : জাতির জনক মহাত্মা গান্ধীকে মঙ্গলবার তাঁর ৭৬তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন গোটা দেশবাসীর। এদিন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। উল্লেখ্য, প্রতি বছর মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীকে দেশে শহীদ দিবস হিসেবে পালন করা হয়।
ভারতীয় জনতা পার্টি, এদিন সকালে বিজেপির পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে তাঁকে স্মরণ করে পোস্টে করেছে,, “আমরা জাতির পিতা মহাত্মা গান্ধীকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাই, যিনি বিশ্বে সত্য ও অহিংসার পথ প্রশস্ত করেছিলেন।”
উল্লেখ্য, ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি দিল্লির বিড়লা হাউসে প্রার্থনা সভায় যাওয়ার সময় বাপুকে যখন গুলি করা হয়, তখন তাঁর মুখ থেকে শেষ শব্দটি বেরিয়েছিল ‘হে রাম’। শহীদ দিবসে রাজঘাটে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে স্বাধীনতা সংগ্রামের সময় মহাত্মা গান্ধীর অভূতপূর্ব অবদানকে স্মরণ করে দেশবাসী।