রাঁচি, ৩০ জানুয়ারি (হি. স.) : ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাড়িতে সোমবার দিনভোর ইডি-র তল্লাশির পরেও রাত পর্যন্ত তাঁর দেখা মেলেনি । মধ্যরাত পর্যন্ত মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে এবং বিমানবন্দরেও অপেক্ষা করেও তাঁর দেখা পাননি ইডি আধিকারিকেরা। অবশেষে মুখ্যমন্ত্রীর গাড়ি বাজেয়াপ্ত কর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ইডি সূত্রে খবর, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাড়ি থেকে বহু নথি পাওয়া গিয়েছে। তদন্তকারীদের অভিযোগ, তাঁর বিএমডব্লু গাড়িটি বেআইনি টাকায় কেনা বলে । তাই সোমবার রাতেই গাড়িটি বাজেয়াপ্ত করে ইডি। তারপর মধ্যরাত পর্যন্ত মুখ্যমন্ত্রী সোরেনের বাড়ির বাইরে তাঁর জন্য অপেক্ষা করেন তদন্তকারীরা। কিন্তু, সোরেনের দেখা মেলেনি। যদিও এটা ‘রাজনৈতিক হিংসার ফল’ এবং এখনও হাজিরা দেওয়ার সময় পেরোয়নি বলে পরে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের অফিস থেকে ইডি অফিসে ইমেল পাঠানো হয়।
ইমেলে ইডি-র কার্যকলাপের তীব্র নিন্দা করে জানানো হয়েছে, আগামী ৩১ জানুয়ারি তাঁর বয়ান রেকর্ড করার জন্য ডাকা হয়েছে। এখনও সেই সময় আসেনি। তার আগে রাজনৈতিক কারণেই ইডি-র এই তল্লাশি অভিযান বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। শেষ পর্যন্ত অবশ্য আগামী ৩১ জানুয়ারি পুনরায় বয়ান দিতে রাজি হয়েছেন হেমন্ত সোরেন। তবে দুপুর ১টায় তাঁর বাড়িতে তাঁর বয়ান দেবেন বলে জানিয়েছেন তিনি। তবে গত ২০ জানুয়ারি ৭ ঘণ্টা ধরে তাঁর যে বয়ান রেকর্ড করা হয়েছিল, সেটা সংরক্ষণ করে রাখার অনুরোধ জানিয়েছেন এবং সেটা আদালতে প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন জেএমএম নেতা।
প্রসঙ্গত, জমি সংক্রান্ত আর্থিক তছরুপের মামলাতেই হেমন্ত সোরেনকে তলব করেছে ইডি। এর আগে গত ২০ জানুয়ারি দীর্ঘ ৭ ঘণ্টা ধরে তাঁর জবানবন্দি রেকর্ড করে ইডি। এরপর গত ২৭ জানুয়ারি ফের সোরেনকে তলব করা হলে তিনি হাজিরা এড়িয়ে যান। তারপর আগামী ২৯ জানুয়ারি ও ৩১ জানুয়ারি হেনন্ত সোরেনকে ফের ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। অন্যদিকে, ঝাড়খণ্ডের শাসনভার হেমন্ত সোরেনের স্ত্রী গ্রহণ করবেন বলে ফের দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।