কলকাতা, ২৬ জানুয়ারি, (হি.স.): “যাঁরা আমাকে নিঃস্বার্থভাবে ভালবেসেছেন, এই স্বীকৃতি তাঁদের উৎসর্গ করছি” । পদ্মভূষণ পাওয়ার পর ভিডিয়ো বার্তায় তাঁর প্রতিক্রিয়া দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।
সেখানে বলেন, “আমি গর্বিত, আমি আনন্দিত এই পুরস্কার পাওয়ার জন্য। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি জীবনে কখনও নিজের জন্য কারও কাছে কিছু চাইনি। আর, কিছু না চেয়ে পাওয়ার যে আনন্দ সেটা উপলব্ধি করছি। এটা একটা অন্যরকম অনুভূতি। এই পুরস্কারটা আমার দেশে-বিদেশের অনুগামীদের, শুভাকাঙ্খীদের উৎসর্গ করছি। যাঁরা আমাকে নিঃস্বার্থভাবে ভালবেসেছেন, তাঁদে য় জন্য। আমাকে এত ভালবাসা ও শ্রদ্ধার জন্য আপনাদের ধন্যবাদ।”