BRAKING NEWS

প্রযুক্তির মাধ্যমে গর্ভবতী মহিলাদের বাস-ট্রেনে আসন পেতে সাহায্য করবে দক্ষিণ কোরিয়া

সিওল, ৯ জুলাই (হি.স.) : গর্ভবতী মহিলাদের সুবিধার্থে বাস ও ট্রেনে বিশেষ অ্যালার্ম চালুর পরিকল্পনা নিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি শহর| এই অ্যালার্মের মাধ্যমে গর্ভবতী মহিলা যাত্রীর জন্য আসন ছেড়ে দিতে অন্যান্য যাত্রীদের প্রতি অনুরোধ জানাবে| বিকন নামের এই ডিভাইসটি ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে কাজ করে|
যখন একজন গর্ভবতী মহিলা অ্যাপ্লিকেশনযুক্ত স্মার্টফোন সঙ্গে নিয়ে, অ্যালার্মের দুই মিটারের মধ্যে চলে আসে, তখন কাছাকাছি থাকা আসনের পাশে থাকা বাতি জ্বলে উঠবে| এ বছরের এপ্রিলে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর বুসান এবং গিমহাই-এর পার্শ্ববর্তী শহরের মধ্যে চলে বেশ কয়েকটি ট্রেনে অ্যালার্মটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল| একজন গর্ভবতী মহিলা চিহ্নিত করার পর ডিভাইসটি যাত্রীদের কাছ থেকে ব্যপক প্রশংসা অর্জনও করে| কারণ, ভালো করে না দেখলে অনেকক্ষেত্রে কোনও মহিলা গর্ভবতী কিনা বোঝা যায় না| ফলে জায়গাও ছাড়েননি বসে থাকা যাত্রীরা| কিন্তু এই ব্যবস্থায় গর্ভবতী মহিলারা এই ডিভাইসের কাছে গেলেই জ্বলে উঠবে এই বাতি| ফলে জায়গা ছাড়তে বাধ্য হবেন বসে থাকা যাত্রীরা| এই বছরের শেষ নাগাদ শহরে সমস্ত ট্রেন এবং বাসে এই প্রযুক্তি লাগানো হবে বলে জানা গিয়েছে|-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *