প্রজাতন্ত্র দিবসে সম্ভাব্য যে কোনও ঘটনা মোকাবিলায় সতর্ক রয়েছে পুলিশ, আশ্বাস কাশ্মীরের আইজিপি-র

শ্রীনগর, ২৪ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরে প্রজাতন্ত্র দিবসের দিন সম্ভাব্য যে কোনও ঘটনা মোকাবিলায় সতর্ক রয়েছে পুলিশ। বুধবার এই আশ্বাস দিয়েছেন কাশ্মীরের আইজিপি বিধি কুমার বির্ধি। তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং নিরাপত্তা এজেন্সিগুলি যে কোনও সম্ভাব্য ঘটনা মোকাবিলায় সতর্ক রয়েছে। বুধবার শ্রীনগরের বখশি স্টেডিয়ামে ফুল ড্রেস রিহার্সালে বক্তৃতার সময় কাশ্মীরের আইজিপি বলেছেন, প্রজাতন্ত্র দিবসের উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সমগ্র নিরাপত্তা ব্যবস্থা উচ্চ সতর্কতায় থাকবে।

তিনি আশা প্রকাশ করে বলেছেন, ২৬ জানুয়ারি কোনও বিধিনিষেধ থাকবে না, সবাইকে উদযাপনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান তিনি। আইজিপি বলেছেন, “শ্রীনগর জেলা এবং অন্যান্য পার্শ্ববর্তী এলাকায় ভাল নিরাপত্তা ব্যবস্থা আছে। এছাড়াও, নিরাপত্তা ব্যবস্থা উচ্চ সতর্কতায় রয়েছে।”