পেট্রোলের কালোবাজারী প্রতিবাদ করতে গিয়ে রক্তাক্ত অটো চালক

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ রাজ্যে পেট্রোলের কালোবাজারী রমরমা চলছে৷ যান চালকরা রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন৷ এই পরিস্থিতিতে পেট্রোলের কালোবাজারী রুখতে গিয়ে পাম্পেই আক্রান্ত হলেন এক অটো চালক৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে জিরানীয়া জে সি রায় পাম্পে৷ আক্রান্ত অটো চালক দুই যুবক ও এক মহিলার বিরুদ্ধে জিরানীয়া থানায় মামলা দায়ের করেছেন৷ আক্রান্ত অটো চালকের নাম রাকেশ রায়৷ বর্তমানে তিনি জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে অটো চালক রাকেশ রায় জে সি রায় পাম্পে যায় অটো নিয়ে পেট্রোল আনতে৷ তার আগে এক যুবক মরুতী গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল ভরে নিয়ে যায়৷ কিছুক্ষণ পরেই ঐ যুবক ফের একই মারুতী গাড়ি নিয়ে হাজির হয় পাম্পে৷ এই ঘটনা দেখে রাকেশ রায় মারুতী চালককে প্রতিবাদ জানায়৷ তখনই মারুতীতে বসে থাকা আরো এক যুবক ও মহিলা বেরিয়ে আসে৷ প্রথমে তাদের সঙ্গে রাকেশের বাক-বিতন্ডা শুরু হয়৷ একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ দুই যুবক ও মহিলা সংঘবদ্ধ ভাবে রাকেশকে হামলা করে৷ মারুতীতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরে এলোপাথারি আঘাত করা হয়৷ এই ঘটনা দেখে পাম্পের উপস্থিত লোকজন আঁতকে উঠে৷ পাম্প কর্তৃপক্ষ খবর দেয় জিরানীয়া থানায়৷ পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়৷ যদিও এর আগেই হামলাকারীরা পাম্প থেকে কেটে পড়ে৷ আক্রান্ত অটো চালক আক্রমণকারীদের সনাক্ত করতে সক্ষম হন৷ তারা এই এলাকারাই বাসিন্দা৷ হামলাকারী দুই যুবকের নাম সুদীপ ও উত্তম৷ অন্যদিকে মহিলার নাম মন্দিরা সাহা৷ রাকেশ রায় তিনজনের নামধাম জানিয়ে জিরানীয়া থানায় মামলা দায়ের করেছেন৷ গুরুতর আহত অবস্থায় রাকেশ রায়কে জি বি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পুলিশ মামলা নিলেও অভিযুক্ত দুই যুবক ও মহিলাকে খবর লেখা পর্যন্ত গ্রেপ্তার করেনি৷
এদিকে, রাজ্যে পেট্রোল সংকট মারাত্মক আকার ধারণ করেছে৷ প্রতিদিনই বেশে কিছু সংখ্যায় পেট্রোলের ট্যাঙ্কার ট্রাক রাজ্যে আসছে এবং পাম্পে তা সরবরাহ করা হচ্ছে৷ তারপরও পেট্রোলের সংকট নিরসন হচ্ছেনা৷ প্রায় প্রতিদিনই শহর আগরতলা ও শহরতলীর বিভিন্ন পাম্পে পেট্রোলের জন্য অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে৷ অভিযোগ উঠেছে একাংশ গাড়ি চালক প্রয়োজনের অতিরিক্ত পেট্রোল পাম্প থেকে সংগ্রহ করে খোলা বাজারে বিক্রি করে দিচ্ছে৷ তাতে যাদের প্রয়োজন তারা পেট্রোল পাচ্ছেনা৷ কালোবাজারী রমরমা চললেও প্রশাসনের তরফে তেমন কোন কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছেনা৷