নয়াদিল্লি, , ২৩ জানুয়ারি (হি.স.): পরাক্রম দিবসে স্বাধীনতা সংগ্রামের মহানায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । মঙ্গলবার সামাজিক মাধ্যমে নেতাজিকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।
আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডেলে লিখেছেন, “পরাক্রম দিবস হিসেবে পালিত হওয়া নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে আমার শ্রদ্ধা জানাই । ভারতের স্বাধীনতার লক্ষ্যে নেতাজি অসাধারণ প্রতিশ্রুতি প্রদর্শন করেছিলেন। তার অতুলনীয় সাহস এবং অনন্য ব্যক্তিত্ব ভারতীয়দের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে নির্ভীকভাবে লড়াই করতে অনুপ্রাণিত করেছিল। তাঁর উজ্জ্বল ব্যক্তিত্ব আমাদের স্বাধীনতা সংগ্রামে গভীর প্রভাব ফেলেছিল। আমাদের দেশবাসী সর্বদা নেতাজিকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
2024-01-23

