প্রয়াত সিএমএস স্কুলের প্রতিষ্ঠাতা জগদীশ গান্ধী

লখনউ, ২২ জানুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশের লখনউয়ের সিটি মন্টেসরি স্কুলের প্রতিষ্ঠাতা, শিক্ষাবিদ ও লখনউ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সভাপতি জগদীশ গান্ধী প্রয়াত হয়েছেন। দীর্ঘ অসুস্থতার পর রবিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে প্রকাশিত তথ্য অনুসারে, শিক্ষাবিদ জগদীশ গান্ধীকে ২৮ ডিসেম্বর ২০২৩ কার্ডিয়াক অ্যারেস্ট-এর কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ক্রিটিক্যাল কেয়ার বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল। সেখানে রবিবার রাত ১২টা ০১ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। এ খবরে রাজধানীর শিক্ষাবিদ ও তাদের প্রিয়জনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছেন। শেষ দেখার জন্য সোমবার তাঁর মরদেহ সিএমএস স্কুলে নিয়ে যাওয়া হয়েছে।