নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৯ জানুয়ারি : পুলিশ সপ্তাহ এবং ট্রাফিক সপ্তাহ উপলক্ষে সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে কৈলাসহরেও বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
আজ কৈলাসহরের পাইতুরবাজার এলাকায় মেগা ট্রাফিক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। আজকের এই সচেতনতা শিবিরে অংশগ্রহণ করেছেন গাড়ির চালক। তাছাড়াও কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী দের পাশাপাশি জনসাধারণর।
মূলত যান দুর্ঘটনা রুখতে এবং জনসাধারণকে সচেতন করার লক্ষ্যেই আজকের এই মেগা ট্রাফিক সচেতনতা শিবির করা হয় কৈলাসহর পাইতুরবাজার এলাকায়।
আজকের এই সচেতনতা শিবিরের নেতৃত্ব দিয়েছেন আগরতলার ট্রাফিক ইনচার্জ চিরঞ্জিত চৌধুরী। কৈলাসহরের ট্রাফিক ইনচার্জ থেকে শুরু করে কৈলাসহর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী।

