রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত রবিচন্দ্রন অশ্বিন

অযোধ্যা, ১৯ জানুয়ারি (হি.স.): আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। রামমন্দিরের সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এবার আমন্ত্রণ জানান হল রবিচন্দ্রন অশ্বিনকে। শুক্রবার চেন্নাইয়ে অশ্বিনের বাড়িতে গিয়ে আমন্ত্রণ জানান তামিলনাড়ু বিজেপির রাজ্য সম্পাদক এসজি সুরিয়া এবং সহ সভাপতি ভেঙ্কটরমন সি। অশ্বিনের হাতে আমন্ত্রণপত্র তুলে দেওয়া হয়।

রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে চাঁদের হাট বসছে অযোধ্যায়। শচীন তেণ্ডুলকর থেকে অমিতাভ বচ্চন, মুকেশ আম্বানি থেকে কঙ্গনা রানাউত , বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *