কলকাতা, ১২ জানুয়ারি (হি.স.) : সন্দেশখালির ঘটনায় শিক্ষা নিয়ে শুক্রবার দমদমে তৃণমূল নেতার অভিযানে ছিল কড়া নিরাপত্তা। মন্ত্রীর বাড়ির সামনে থেকে ভিড় ঘনঘন সরানোর পাশাপাশি স্থানীয় থানার বড়বাবুরও ছিল প্রবেশ নিষেধ।
সাত সকালে ইডির তল্লাশি অভিযানের খবর পেয়ে দমদমের ১৯ নম্বর ওয়ার্ডের তিন নম্বর খলিসাকোটা পল্লীতে উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান সুবোধ চক্রবর্তী বাড়িতে পৌঁছেছিলেন দমদম থানার আইসি বঙ্কিম বিশ্বাস।
সুবোধবাবুর বাড়ির চারিদিকে গিজগিজ করছেন জওয়ানরা। নিজের পরিচয় দিয়ে তিনি এগিয়ে যান। খবর পেয়ে সুবোধবাবুর বাড়ির ভিতর থেকে দরজা খুলে বেরিয়ে আসেন ইডির এক আধিকারিক। তাঁকে নিজের পরিচয়ও দেন বঙ্কিমবাবু। কিন্তু ইডির কর্তা সাফ জানিয়ে দেন, তাঁকে ভিতরে ঢুকতে দেওয়ার কোনও অনুমতি নেই।
পরে এ ব্যাপারে জানতে চাওয়া হলে দমদম থানার আইসি বঙ্কিম বিশ্বাস বলেন, “এটা আমার এলাকা। সেই কারণেই আমি এখানে এসেছিলাম। আমার জানার অধিকার রয়েছে ভিতরে কী হচ্ছে।” যদিও ইডির তরফে ভেতরে ঢোকার অনুমতি না মেলায় এরপরই এলাকা ছাড়েন আইসি।

