হাফলং (অসম), ১২ জানুয়ারি (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ (এনসিএইচএসি)-এর নির্বাচনে মাত্র এক ভোটের ব্যবধানে কালাচাঁদ আসনে বিজয়ী হয়েছে বিজেপি প্রার্থী রতন জারামবুসা।
কালাচাঁদ কেন্দ্রের গণনার সময় ১৭টি ভোট বেশি পাওয়ায় এই আসনের ফলাফল হোল্ড করে রেখেছিলেন রিটার্নিং অফিসার সীমান্ত কুমার দাস। কিন্তু পরবর্তীতে বিজেপি প্রার্থী রতন জারামবুসার প্রাপ্ত ১৭টি বেশি ভোট বাতিল করা হয়।
এর পর মাত্র এক ভোটের ব্যবধানে রতন জারমবুসাকে জয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার। বিজেপি প্রার্থী রতন জারামবুসা ভোট পেয়েছেন ২ হাজার ৮৭ এবং নির্দল প্রার্থী প্রণেন হাফলংবারের প্রাপ্ত ভোটের সংখ্যা ২ হাজার ৮৬।

