কুপওয়ারা, ৯ জানুয়ারি (হি.স.) : জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার নিয়ন্ত্রণ রেখার কাছে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, একটি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল কিষাণগঙ্গা নদীর কাছে অনুসন্ধান অভিযান শুরু করেছিল। তারপরই নদীর তীরে কোবরা পোস্ট ভিউ পয়েন্টের কাছে কারেন পাইন থেকে একটি একে-৪৭ রাইফেল, দুটি একে ম্যাগাজিন ও মাদকদ্রব্যের প্যাকেট উদ্ধার করে বাহিনী।
পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, ধৃতের নাম, মোহাম্মদ আমিন লোন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।