ত্রিপুরায় করোনায় সংক্রমিত ৩ জন, সক্রিয় রোগী বেড়ে ৪

আগরতলা,৯ জানুয়ারি :সারা দেশেই সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে চলেছে। ত্রিপুরাতেও তিনজনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে এমনটাই জানা গিয়েছে। তবে, দুশ্চিন্তার কারণ নেই বলে স্বাস্থ্য দফতর দাবি করেছে। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা হয়েছে ০৪।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, আরটি-পিসিআরে ৩৫ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৩১২ জন মোট ৩৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, রেপিড অ্যান্টিজেনের ৩ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে হয়েছে ০.৮৬ শতাংশ।

প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৮৪৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৭৪৮৭ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৩.৯৬ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৯.০৭ শতাংশ। এদিকে, ০.৮৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৪০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিপাহীজলা জেলায় ৩জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি সাত জেলায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি।