দেহরাদূন, ৯ জানুয়ারি (হি.স.): খালি জমিতে রাখা ক্লোরিন সিলিন্ডারে লিকেজ হয়ে আতঙ্ক ছড়াল উত্তরাখণ্ডের দেহরাদূনে। ঘটনাস্থল দেহরাদূনের প্রেম নগর থানার অন্তর্গত ঝাঁজরা এলাকা। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্ট অনুভব করেন এবং অনেকেই চোখে জ্বালা অনুভব করেন। দেহরাদূনের এসএসপি অজয় সিং বলেছেন, “দেহরাদূনের প্রেম নগর থানার অন্তর্গত ঝাঁজরা এলাকায় খালি জমিতে রাখা ক্লোরিন সিলিন্ডারে লিকেজ হয়ে মানুষের শ্বাস নিতে অসুবিধা হওয়ার খবর পেয়ে পুলিশ, এনডিআরএফ, এসডিআরএফ এবং দমকলের দল ঘটনাস্থলে পৌঁছে যথাযথ ব্যবস্থা নেয়। মানুষজনকে নিরাপদ স্থানে পাঠানো হয়।”
সহসপুরের বিধায়ক সহদেব সিং পুন্ডির বলেছেন, “এখানে একটি খালি জমিতে বেশ কিছুদিন ধরে ক্লোরিনের সাতটি সিলিন্ডার পড়ে ছিল। সেখানে লিকেজ হওয়ার ঘটনা ঘটে এবং বড় বিপর্যয়ে পরিণত হতে পারত। তবে, কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।” দেহরাদূনের এডিএম রামজি শরণ বলেছেন, “…ক্লোরিন গ্যাসের লিকেজের কারণে মানুষ চোখে জ্বালা অনুভব করেছেন। এনডিআরএফ, এসডিআরএফ এবং প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। প্রভাব কমানোর চেষ্টা করা হচ্ছে।”

