রঞ্জি ট্রফি : শ্রীদাম, সতীশের হাত ধরে ঘরের মাঠে বড় স্কোরের লক্ষ্যে ত্রিপুরা

ত্রিপুরা-‌২৬১/‌৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি।। প্রাথমিক বিপর্যয় কাটিয়ে বড় স্কোর গড়তে চলেছে ত্রিপুরা। তবে দিনের শেষ বেলায় যদি শতরান করা শ্রীদাম পালকে না হারাতো তাহলে ত্রিপুরা থাকতো চালকের আসনে। রণজি ট্রফি ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচে প্রথম দিনের শেষে ত্রিপুরা ৪ উইকেট হারিয়ে ২৬১ রান করে। শ্রীদাম পাল ১১২ রান করে আউট হয়েছেন । এছাড়া গনেশ সতী ৫৯ রানে অপরাজিত রয়েছেন। এখন ত্রিপুরার লক্ষ্য থাকবে স্কোরবোর্ডে আরও রান করে শপররত গোয়াকে চাপে ফেলা। এরজন্য শনিবার সকালে সতীশ এবং দলনায়ক ঋদ্ধিমান সাহাকে দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে। ওই দুই ব্যাটসম্যান যদি সকালের ১ ঘন্টা উইকেটে কাটিয়ে দিয়ে আসতে পারেন তাহলে ত্রিপুরা বড় স্কোর গড়বেই। শুক্রবার সকালে ঘন কুয়াশার চাদরে আকাশ ঢাকা থাকায় নির্ধারিত সময়ের প্রায় ১ ঘন্টা পর খেলা শুরু হয়। সকালে স্যাঁতস্যাতে আবহায়া দেখে গোয়ার অধিনায়ক দর্শন মিশাল টসে জয়লাভ করে ত্রিপুরাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। দলীয় ২১ রানের মধ্যে ত্রিপুরা দুই ওপেনার বিশাল ঘোষ (‌১০) এবং বিক্রম কুমার দাস (‌৭)কে হারানোর পর চাপে পড়ে যায় ত্রিপুরা। ওই অবস্থায় দিনের নায়ক শ্রীদাম পালের সঙ্গে রুখে দাঁড়ান পেশাদার ক্রিকেটার সুদীপ চ্যাটার্জি। ওই জুটি পাল্টা প্রতিরোধ‌‌ গড়ে তুলেন। তৃতীয় উইকেটে ওই জুটি ১১১ বল খেলে ৬৯ রান যোগ করেন। সুদীপ ৬৫ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪২ রান করেন। সুদীপ আউট হতেই শ্রীদামের সঙ্গে রুখে দাঁড়ান গনেশ সতীশ। ঠান্ডা মাথায দুজন এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে। দলীয় ২২৩ রানের মাথায় শতরান করেন শ্রীদাম।১৫৪ বল খেলে ১৪ টি বাউন্ডারির সাহায্যে মরশুমের প্রথম ম্যাচে শতরান করেন শ্রীদাম। ওই জুটি ২১৫ বল খেলে ১৪৬ রান যোগ করে ত্রিপুরার স্কোরকে ভদ্রস্থ করেন। শ্রীদাম ১৬২ বল খেলে ১৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১২ রান করে আউট হয়েছেন। শতরান করার পরই দ্রুত রান তুলতে গিয়ে নিজের উইকেট দিয়ে আসেন শ্রীদাম। শেষ পর্যন্ত প্রথম দিনের শেষে ত্রিপুরা ৭৪ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২৬১ রান করে। সতীশ ১২৯ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৫৯ রানে এবং দলনায়ক ঋদ্ধিমান ৫৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রানে অপরাজিত থেকে যান। গোয়ার পক্ষে লক্ষয় এ গার্গ ৩৮ রানে ২ টি উইকেট দখল করেন। ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *