কলকাতা, ৪ জানুয়ারি (হি.স.) : দক্ষিণ কলকাতার বালিগঞ্জে এক ব্যাঙ্ক আধিকারিকের স্ত্রীর রহস্যমৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয় তাঁর ঝুলন্ত দেহ। মহিলার বাড়িতে ওই সময়ে তাঁর দুই সন্তান ঘুমোচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। উপস্থিত ছিলেন তাঁর স্বামী।
বালিগঞ্জের ডোভার পার্ক এলাকার ঘটনা এটি। মৃতার নাম রেশমি বর্মা (৩২)। ব্যাঙ্কের কোয়ার্টারে থাকতেন তাঁরা। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, সন্তানদের ঘুম পাড়িয়ে মহিলা আত্মহত্যা করেছেন। তবে কেন এই সিদ্ধান্ত, তা স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
বৃহস্পতিবার স্বামী বাড়িতে থাকাকালীনই মহিলার দেহ উদ্ধার করা হয়। অন্য একটি ঘরে তাঁর সন্তানেরা ঘুমোচ্ছিল। স্ত্রীর মৃতদেহ দেখে মহিলার স্বামী আবাসনের নিরাপত্তারক্ষীকে ফোন করেন। নিরাপত্তারক্ষী উপরে গিয়ে মহিলার দেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। বালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশসূত্রের খবর, মৃতার গলায় একটি কালশিটে দাগ রয়েছে। কলকাতা পুলিশের ডিসি সাউথ (ইস্ট ডিভিশন) শুভঙ্কর ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, “বিষয়টা আমরা তদন্ত করে দেখছি।” এই ঘটনায় মৃতার স্বামী আশিস বর্মাকে থানায় নিয়ে গিয়ে লাগাতার জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। জানতে চাইছেন, কীভাবে স্ত্রী এই ঘটনা ঘটালেন? কেন বাড়িতে থেকেও তিনি বিষয়টি জানতে পারলেন না? এর আগে কি তাদের মধ্যে কোনও সাংসারিক গোলযোগ হয়েছিল বা দু’জনের মধ্যে কোনও রকমের সমস্যা চলছিল কি না প্রভৃতি৷ পুলিশ মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

