ভ্যালেন্টাইন কাপ ক্রিকেট ইন্দ্রনগরে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি।। ইন্দ্রনগর আই টি আই গ্রাউন্ডে ভ্যালেন্টাইন কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। প্রাইজমানি নকআউট ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে যথাক্রমে ১৫ হাজার টাকা এবং ৮ হাজার টাকা প্রাইজমানি সহ সুদৃশ্য ট্রফি প্রদান করা হবে। টুর্নামেন্টে অংশ নিতে ইচ্ছুক ক্রিকেট টিমকে নিলয় (৯৯১৫৮১৫৩৭৭) অথবা অরুনাভ-র সঙ্গে যোগাযোগ করে এন্ট্রি ফি জমা দিয়ে নাম নথিভুক্ত করার জন্য জানানো হয়েছে। এন্ট্রি ফি জমা দেওয়ার সময় অবশ্যই টুর্নামেন্টের নিয়মাবলী জেনে নিতেও বলা হয়েছে।