কেরলে স্ত্রীকে খুন করে আত্মহত্যা এক ব্যক্তির

কোচি, ৩১ডিসেম্বর(হি.স.) : কেরলের এর্নাকুলাম জেলায় স্ত্রীকে খুন করে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, রবিবার সকালে এর্নাকুলাম জেলার পিরাভমে একজন ব্যক্তি তাঁর স্ত্রীকে খুন করে নিজে আত্মহত্যা করেছেন।

পুলিশ আরও জানিয়েছে, ওই ব্যক্তি এই কাজ করার আগে তাঁর দুই মেয়ের ওপরেও হামলা চালায়। আহত অবস্থায় দুই মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তাঁদের অবস্থা অতটাও গুরুতর নয়। আহত কন্যাদের মধ্যে একজন তাদের প্রতিবেশীদের কাছে ঘটনাটি জানালে মর্মান্তিক এই বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।