নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.) : কংগ্রেসের ডিএনএ-তে রয়েছে বিভাজনের রাজনীতি, শুক্রবার একথা বলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তিনি এদিন কংগ্রেসকে আক্রমণ করে একথা বলেন। শুক্রবার অনুরাগ সিং ঠাকুর হিমাচল প্রদেশে বিকাশ ভারত সংকল্প যাত্রার কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। এই কর্মসূচিতেই তিনি সাংবাদিকদের উদ্দেশে একথা বলেন।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আরও বলেন, যখনই কংগ্রেস হেরেছে, তখনই ‘ভাগ করুন এবং শাসন করুন’ কৌশল অবলম্বন করার চেষ্টা করেছে। তিনি এদিন “আইএনডিআই” জোটকে কটাক্ষ করে বলেন, “এই জোটের সদস্যরা নিজেদের মধ্যে ন্যায়বিচার করতে সক্ষম নয়। আসন নিয়ে কোন সমন্বয় নেই। তাদের অধিকাংশ নেতা দুর্নীতির অভিযোগে জামিনে বন্দি রয়েছেন। তারা কি বিচার করবে?” তিনি আরও বলেন, কংগ্রেস কখনও জনগণনার কথা বলে, কখনও আঞ্চলিকতার কথা বলে কিন্তু কখনও উন্নয়নের ইস্যুতে কথা বলে না। কংগ্রেস সবসময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আলোচনা থেকে দূরে সরে যায়। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের নির্বাচনে জেলাগুলিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দুর্দান্ত পারফরম্যান্স থেকে এটাই বোঝা যায় যে, কংগ্রেস বছরের পর বছর ধরে মানুষের প্রতি অবিচার করেছে। তাদেরকে দারিদ্র্যের মধ্যে ঠেলে দিয়েছে তাদের সামনে এগোতে দেয়নি। সেই তুলনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাত্র ৫ বছরে দেশের ১৩.৫ কোটিরও বেশি মানুষকে দারিদ্র্যসীমা থেকে বের করে এনেছেন।
অনুরাগ ঠাকুর জানান, এই প্রথম কোনও প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে দেশের সমস্ত ব্যক্তির দোরগোড়ায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কাজ করেছেন। এখন পর্যন্ত বিভিন্ন রাজ্যের লক্ষ লক্ষ মানুষ এই যাত্রার মাধ্যমে সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন। একারণে প্রতিনিয়ত সচেতনতা বাড়ছে এবং মানুষ সুফল পাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সামনে ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারতের লক্ষ্য নির্ধারণ করেছেন, যেখানে প্রতিটি ভারতবাসী তাঁর অবদান রাখছে। আমরা ২০৪৭ সালের আগে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলব। মোদীর গ্যারান্টি বাহন ২ লক্ষ ৬৯ হাজার পঞ্চায়েত পরিদর্শন করছে যাতে মানুষ ভারত সরকারের প্রকল্প এবং সুবিধা সম্পর্কে জানতে পারে। যুবক, কৃষক, মহিলা, দরিদ্র, উদ্যোক্তা, প্রতিটি শ্রেণী মিলে একটি উন্নত ভারত তৈরি করবে। এই নতুন ভারত যা কখনও থামবে না, এই কথাও এদিন উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী।