আগুনে পুড়ে ছাই বসত ঘর

আগরতলা, ২৯ ডিসেম্বর: আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসত ঘর। আজ সকালে ওই ঘটনায় কমলপুর থানার অন্তর্গত ১নং কলাছড়ি গ্রামে বীরেন্দ্র বাদ্যকরের বসত ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনী। দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা বাড়ির মালিকের।

বাড়ির মালিক বীরেন্দ্র বাদ্যকরের স্ত্রী জানিয়েছেন, আজ সকালে বাড়ির অন্যান্য সদ্যসরা ঘরে আগুন লাগার দৃশ্য প্রত্যক্ষ করেন। ঘরে আগুন লাগার দৃশ্য দেখতে পায়ে তিনি চিৎকার চেচামেচি শুরু করে। সাথে সাথে প্রতিবেশীরা জড়ো হয়েছেন। এদিকে খবর দেওয়া হয়েছে দমকলবাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। কিন্তু ততক্ষনে ঘরের আগুনের শিখা সর্বত্র ছড়িয়ে পড়েছে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানিয়েছেন,অগ্নিকাণ্ডে ওই তাঁর ঘরে থাকা জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪ লক্ষাধিক টাকার অধিক হবে বলে জানান তিনি।