জম্মু, ২৮ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের রিয়েসি জেলার কাটরার শ্রী বৈষ্ণো দেবী মন্দির এ বছর রেকর্ড পরিমাণ তীর্থযাত্রীর আগমনের সাক্ষী হয়েছে, যা বিগত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। এ বছর প্রায় ৯৬ তীর্থযাত্রীর আগমনের সাক্ষী থেকে শ্রী বৈষ্ণো দেবী মন্দির। এই বছর প্রায় ৯৫.৮৬ লক্ষ তীর্থযাত্রী এখনও পর্যন্ত দেবী বৈষ্ণো দেবীকে প্রণাম করেছেন।
তীর্থযাত্রার ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা ছিল ২০১২ সালে, সেই সময় ১ কোটি ৪ লক্ষ ৯ হাজার ৫৬৯ জন তীর্থযাত্রী পবিত্র মন্দিরে পুজো দেন। প্রতিদিন প্রায় চল্লিশ হাজার ভক্ত মন্দিরে যাত্রা করেন। সম্প্রতি উদ্বোধন করা স্কাইওয়াক ভিড় ব্যবস্থাপনায় খুবই সহায়ক প্রমাণিত হয়েছে। এই বছর শেষ হতে আর কিছু দিন বাকি, তীর্থযাত্রীর সংখ্যা আরও ছাপিয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে।