ম্যানচেস্টার, ২৮ ডিসেম্বর(হি.স.): প্রিমিয়ার লীগের ম্যাচে প্রথমার্ধে এভারটনের কাছে পিছিয়ে পড়লেও ম্যানচেস্টার সিটি ছন্দ হারায়নি। দ্বিতীয়ার্ধে দাপুটে ফুটবল খেলে শেষ পর্যন্ত বড় জয়ই তুলে নিল লিগ চ্যাম্পিয়নরা। গুডিসন পার্কে বুধবার রাতে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলে জিতেছে সিটি। জ্যাক হ্যারিসনের গোলে পিছিয়ে পড়েছিল প্রথমার্ধে সিটি। দ্বিতীয়ার্ধের শুরুতে একক নৈপুণ্যে সমতা ফেরান ফিল ফোডেন। ১১ মিনিট পর হুলিয়ান আলভারেস পেনাল্টি গোলে দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান আরও বাড়ান বের্নার্দো সিলভা।
ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ী সিটি প্রিমিয়ার লিগে এক ম্যাচ পর জয়ে ফিরল। গত রাউন্ডে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ড্র করেছিল সিটি। ১৮ ম্যাচে ১১ জয় ও ৪ ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে পেপ গুয়ার্দিওলার দল। পাঁচ নম্বরে নেমে যাওয়া টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৩৬। আর
১৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। আর ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অ্যাস্টন ভিলা।

