হিমাচলের প্রকল্পগুলির জন্য তহবিলের অনুমোদনে কৃতজ্ঞতা প্রকাশ কেন্দ্রীয় মন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.) : হিমাচলের প্রকল্পগুলির জন্য তহবিলের অনুমোদনে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। হিমাচল প্রদেশের ১৪টি ক্ষুদ্র সেচ প্রকল্প এবং জাতীয় জলবিদ্যা প্রকল্পের জন্য যথাক্রমে ১৪১.৭৬ কোটি টাকা এবং ২২১.৭৮ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। একারণে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে ধন্যবাদ জানিয়েছেন৷

বুধবার নয়াদিল্লিতে শেখাওয়াতের সঙ্গে দেখা করেন অনুরাগ সিং ঠাকুর। কেন্দ্রের এই সিদ্ধান্তকে হিমাচল প্রদেশের কৃষক শ্রেণীর জন্য আশীর্বাদ বলে অভিহিত করে অনুরাগ ঠাকুর প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, মোদীজি সর্বদা হিমাচলকে নিজের দ্বিতীয় বাড়ি হিসাবে দেখেছেন। তিনি সবসময় দেবভূমি হিমাচলের স্বার্থ নিয়ে উদ্বিগ্ন। এই কারণেই দেবভূমির মানুষের মনে বিরাজ করছেন মোদীজি। সেচ প্রকল্প এবং উন্নত বন্যা ব্যবস্থাপনা সম্পর্কে অনুরাগ জানান, রাজহাঁস নদীকে একসময় ‘দুঃখের নদী’ বলা হত। বন্যায় এই নদীর প্রচুর ক্ষতি হয়েছে। ১৯৮৮ সালে অনেক সেতু ভেসে জলের তলায় চলে গিয়েছে। বৃষ্টি ও বন্যার সময় নদীটি দুই দিকে কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। তবে এবার নদীর সেতু ঠিক আছে। হিমাচলের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় সরকার অতীতেও কোনো ফাঁকি দেয়নি এবং ভবিষ্যতেও সেই কাজে কোনও ফাঁক হতে দেবে না বলে এদিন উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।