কলকাতা, ২১ ডিসেম্বর (হি.স.) : রাস্তা আটকে বড়দিনের কেক বিতরণের অনুষ্ঠানের আর্জি বৃহস্পতিবার খারিজ করল কলকাতা হাইকোর্টও।
রাস্তা আটকে বড়দিনের কেক বিতরণের অনুষ্ঠানের কথা শুনে ক্ষুব্ধ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ, ‘বড়দিন এই রাজ্যের অনুষ্ঠান নয়। করতে হলে রাজ্যের বাইরে গিয়ে করুন।’
আদালত সূত্রের খবর, কলকাতা পুরসভা এলাকার ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাসের উদ্যোগে ক্লাব উন্নয়ন সমন্বয় পরিষদ ২৫ ডিসেম্বর বড়দিনের দিন কেক বিতরণের অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। মালা রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরও উপস্থিত থাকার কথা।
উদ্যোক্তাদের আইনজীবী সৌম্য মজুমদার আদালতে বলেন, “যোধপুর পার্কে একটা বিশেষ সক্ষমদের স্কুল রয়েছে। একটা হাসপাতাল রয়েছে। সেখানে বড়দিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। কেক বিতরণ করা হবে। গত দু ধরে এটা করা হচ্ছে।”
আদালত সূত্রের খবর, রাস্তা আটকে এই ধরনের অনুষ্ঠান করা নিয়ে আগেই আপত্তি জমা পড়েছিল আদালতে। এমন জায়গায় বড়দিনের অনুষ্ঠানে আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন প্রজ্ঞা সেন নামে এক মহিলা। তারপরও এই ধরনের আবেদনের কথা শুনে তৎক্ষণাৎ তা খারিজ করে দেন প্রধান বিচারপতি।

