মুম্বই বিমানবন্দরে ৯ কোটি টাকার মাদক–সহ গ্রেফতার বিদেশি মহিলা

মুম্বই, ২০ নভেম্বর (হি.স.) : শুল্ক দফতর মুম্বই বিমানবন্দর থেকে ৯ কোটি টাকার মাদক–সহ এক বিদেশি মহিলাকে গ্রেফতার করেছে। মঙ্গলবার গভীর রাতে উগান্ডা থেকে মুম্বইয়ে আসা মহিলাটি তাঁর অন্তর্বাসে ৮৯০ গ্রাম মাদক লুকিয়ে রেখেছিল।

বুধবার শুল্ক বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, তাঁর দল মুম্বই বিমানবন্দরে মাদক নিয়ে এক বিদেশি মহিলার আসার গোপন তথ্য পেয়েছিল। বিমানবন্দরে শুল্ক দফতরের টিম বিষয়টি পর্যবেক্ষণ করছিল। সন্দেহভাজন মহিলাকে দেখে শুল্ক দফতরের কর্মীরা তাকে থামিয়ে তল্লাশি চালায়। তার লাগেজে মাদক পাওয়া যায়নি কিন্তু মহিলা অফিসাররা তার অন্তর্বাস তল্লাশি করলে মাদক পায়। ৮৯০ গ্রাম মাদক উদ্ধার করে শুল্ক দফতর। এরপর ওই বিদেশি মহিলাকে আটক করে শুল্ক দফতর। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।