নিজ ঘর থেকে গৃহবধূর রহস্যজনক মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২০ ডিসেম্বর: নিজ ঘর থেকে এক গৃহবধূর রহস্যজনক মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় লেফুঙ্গা থানাধীন কালীবাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সদ্যসরা দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে গিয়েছেন।ওই ঘটনা আত্মহত্যা না কি খুন তা এখনও জানা যায় নি। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতার ভাসুর জানিয়েছেন, লেফুঙ্গা থানাধীন কালীবাজার এলাকার বাসিন্দা খোকন তেলেঙ্গার স্ত্রী বিপলা তেলেঙ্গার (২৩) নিজ ঘর থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। তিনি বাড়ি এসে দেখতে পান তাঁর ভাই স্ত্রীকে নিয়ে হাসপাতালে রওয়ানা দিয়েছে। তাঁদের মধ্যে কোন পারিবারিক ঝামেলা ছিল না বলে দাবি তাঁর। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যাবে বলে জানান তিনি।