(আপডেট ) ধর্মনগর বাজারে হরি মন্দির দুঃসাহসিক চুরি

ধর্মনগর, ২০ ডিসেম্বর: চোরের দল তাদের চুরি কর্মের সীমা প্রসারিত করতে করতে এখন মন্দির কেউ তারা বাদ দিচ্ছে না। বুধবার ভোর রাতে ধর্মনগরের প্রাণকেন্দ্র বাজারে অবস্থিত হরি মন্দিরের চোরের দল হানা দিয়েছে। হানা দিয়ে দুইটি রুপোর মুকুট, একটি সোনার বাঁশ, নগদ ১০ হাজার টাকা এবং পূজোর কাজে ব্যবহৃত বাসনপত্র নিয়ে পালিয়েছে।

মন্দিরের পূজারী অমর চক্রবর্তীর মেয়ে কল্পনা চক্রবর্তী জানিয়েছেন, সকালে সাতটার দিকে যখন তার বাবা ঘুম থেকে উঠেছিলেন। তখন পূজারী অমর চক্রবর্তীর ঘর বাইরে থেকে বন্ধ ছিল। তখন পূজারী ঘরের পেছন দিক থেকে বের হয়ে এসে দেখেন পূজার ঘর তালাভাঙ্গা এবং সব লুটতরাজ হয়ে গেছে। সকালে ধর্মনগর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে।

আজ ভোররাত ৩ঃ০০ টার থেকে চারটার মধ্যে এই চুরি কাণ্ড সংঘটিত হয়েছে বলে ধর্মনগর থানার পুলিশের অভিমত। এলাকা পরিদর্শনে গিয়েছিল জেলা পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী। তিনি জানিয়েছেন, এই ঘটনা খুবই দুর্ভাগ্যের। প্রয়োজনে ডগ স্কোয়াড ব্যবহার করে তদন্তের কাজ ত্বরান্বিত করা হবে। এই ধরনের ঘটনায় ধর্মনগরের ধর্মপ্রাণ নাগরিকরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। মন্দিরের পেছনের গেট ভেঙ্গে চুরি করা হয়েছে বলে ধারণা তাঁর। এমনকি চুরি সুবিধার্থে সিসিটিভি ক্যামেরার লাইন পর্যন্ত বিচ্যুত করে দিয়েছে চোরের দল।