পাটনা, ১৮ ডিসেম্বর (হি.স.): বিরোধীদের আইএনডিআই জোটকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং। সোমবার সকালে গিরিরাজ সিং বলেছেন, “আইএনডিআই জোটের কারও যদি সাহস থাকে, তাহলে বারাণসীতে গিয়ে প্রধানমন্ত্রী মোদীজির সঙ্গে লড়ে দেখান।” বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার অথবা আরজেডি নেতাদের বিরুদ্ধেও এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন গিরিরাজ সিং।
সোমবার সকালে পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং বলেছেন, “যদি আইএনডিআই জোটের কারও সাহস থাকে, দয়া করে বারাণসীতে যান এবং প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে লড়াই করুন। সব কিছুই চোখ ধাঁধানো… বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার হোক অথবা আরজেডি-র কোনও নেতা… আমি নীতীশ কুমারকে বারাণসীতে গিয়ে (প্রধানমন্ত্রী মোদী) লড়াই করার জন্য চ্যালেঞ্জ জানাচ্ছি।”