মাধ্যমিক পাশের চাকুরীতে স্নাতকোত্তর ডিগ্রীধারীরা, অবাক বনমন্ত্রী ফরেস্ট গার্ডদের আশ্বাস দিলেন এক বছরেই পদোন্নতি

Naresh Jamatiaনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৮ জুন৷৷ ফরেস্ট গার্ডের চাকুরী পাওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উত্তির্ণ যথেষ্ট৷ সে জায়গায় স্নাতক, স্নাতকোত্তর হয়েও ফরেস্ট গার্ডের চাকুরীতে যোগ দিয়েছেন জানতে পেরেই বনমন্ত্রী দপ্তরের আধিকারীকদের নির্দেশ দেন, আইন মোতাবেক তাঁদের যত তাড়িতাড়ি পদোন্নতি করা যায় সেই ব্যবস্থা করুন৷ শনিবার সিপালীজলা ফরেস্ট ট্রেনিং সুকলে ৫৯ জন ফরেস্ট গার্ডদের প্রশিক্ষনের সূচনা করেন বন মন্ত্রী নরেশ জমাতিয়া৷ এই অনুষ্ঠানে পরিচয় পর্বে তিনি জানতে পারেন ৫৯ জন ফরেস্ট গার্ড যাঁরা প্রশিক্ষণ নিতে এসেছেন তাঁদের প্রত্যেকেই স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রিধারী৷ তাতে তিনি ভিষণ অবাক হন৷ কারণ, ফরেস্ট গার্ড হিসেবে চাকুরী পাওয়ার জন্য মাধ্যমিক উত্তীর্ণ হলেই যথেষ্ট৷ সে জায়গায় স্নাতক, স্নাতককোত্তর ডিগ্রিধারী এই চাকুরীতে যোগদান করেছেন, স্বাভাবিকভাবেই বনমন্ত্রী তাঁদের শিক্ষাগত যোগ্যতার মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে চিন্তায় পড়ে যান৷ স্বল্পকিছুক্ষণ চিন্তা করার পর তিনি বন দপ্তরের আধিকারীকদের নির্দেশ দেন, ৫৯ ফরেস্ট গার্ডদের মধ্যে যাঁদের স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁদের এক বছরের মধ্যে পদোন্নতি সুনিশ্চিত করতে হবে৷ সে মোতাবেক আইন ঘেঁটে উপায় বের করুন৷ বনমন্ত্রীর নির্দেশ মোতাবেক দপ্তরের আধিকারীক সভাতেই আশ্বস্ত করেন আইন অনুযায়ী তাঁদের এক বছরের মধ্যে পদোন্নতির বিধান রয়েছে৷ তবে তার জন্য নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে হবে৷
সে বিষয়ে দপ্তরের আধিকারীকদের কাছ থেকে সমস্ত কিছু জানার পর বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানে উপস্থিত ফরেস্ট গার্ডদের উদ্দেশ্যে বনমন্ত্রী বলেন, আপনাদের ৫৯ জন ফরেস্ট গার্ডদের মধ্যে যারা স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাদেরকে এক বৎসরের মধ্যে পরীক্ষার মাধ্যমে ফরেস্ট গার্ড থেকে ফরেস্টার করা হবে৷ তার জন্য প্রশিক্ষণে ৭০ শতাংশ নম্বর যাদের থাকবে তারাই এই সুবিধা পাবেন৷ আর যারা শীর্ষস্থান অর্জন করবেন তাদের ফরেস্টার থেকে রেঞ্জার হওয়ার সুযোগ থাকবে৷ বনমন্ত্রী আরো বলেন, ফরেস্ট গার্ডদের মধ্যে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ তাদের পড়াশুনা করার সুযোগও দেওয়া হবে৷