নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): সংসদে নিরাপত্তা বিচ্যুতির কারণ জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। একইসঙ্গে আক্রমণ করেছেন কেন্দ্রীয় সরকারকেও। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেছেন, “এমনটা কেন হল? দেশের প্রধান সমস্যা বেকারত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতির কারণে দেশের যুবকরা কর্মসংস্থান পাচ্ছেন না এবং (এই ঘটনার) পিছনে কারণ হল বেকারত্ব ও মুদ্রাস্ফীতি।”
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জোর দিয়ে বলেছেন, “লোকসভায় নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর পিছনে কারণ হল প্রধানমন্ত্রী মোদীর নীতির কারণে বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি।” প্রসঙ্গত, সংসদে নিরাপত্তায় গাফিলতি ইস্যুতে বিগত দু”দিন ধরে উত্তাল হয়েছে সংসদ। এ বিষয়ে এবার মুখ খুললেন রাহুল গান্ধী।