নিউ ইয়র্ক, ১৫ ডিসেম্বর(হি.স.): ১৮ ডিসেম্বর মেসির আর্জেন্টিনার রুদ্বশ্বাস বিশ্বকাপ ফাইনাল জয়ের এক বছর পূর্তি হচ্ছে। বিশ্বজয়ের এক বছর পূর্তির নানা আয়োজনের প্রস্তুতি চলছে বিশ্বজুড়ে। এর মধ্যেই বিক্রি হল বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসির পরা ৬টি জার্সিও । অন্যতম বড় চিত্রকলা, অলংকার ও সংগ্রহে রাখার মতো অন্যান্য জিনিসের ব্রোকার হাউস সোথেবির নিলামে মেসির বিশ্বকাপের যে ছটি জার্সি পরে খেলেছিল সেই জার্সি গুলো বিক্রি হয়েছে ৭৮ লাখ ডলারে। গত বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধে, সেমিফাইনালে, কোয়ার্টার ফাইনালে, শেষ ষোলো এবং গ্রুপ পর্বের দুটি ম্যাচে এই ছটি জার্সি তিনি পরেছিলেন।
তবে বিশ্বকাপ ফুটবল ম্যাচে পরা জার্সির মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ম্যাচে পরা জার্সি। গত বছর মারাদোনার এই জার্সি বিক্রি হয় ৯২ লাখ ডলারে। মেসির ছয়টি জার্সিও শেষ পর্যন্ত ম্যারাডোনার জার্সির দামকে পেরিয়ে যেতে পারেনি।
হিন্দুস্থান সমাচার /শান্তি

