নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর:
পথ দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন রাজ্যের কোনো না কোনো এলাকায় পথ দুর্ঘটনা লেগেই রয়েছে। আবারো দুর্ঘটনায় গুরুতর আহত এক বাইক চালক সহ এক পথচারী মহিলা। ঘটনা খয়েরপুর এলাকায়। ওই দুইজনকে আহত অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। এব্যাপারে পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। বাইক চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

