রাজগড়, ১৪ ডিসেম্বর (হি. স.) : মধ্য প্রদেশের বায়াওড়া থানা এলাকার ভানওয়ারগঞ্জে অবস্থিত জলের ট্যাঙ্কের কাছে ট্রাক্টর রাখা নিয়ে বিরোধের জের ধরে এক যুবককে মারধর ও ছুরি দিয়ে হামলা করায় সে গুরুতর আহত হয়। বৃহস্পতিবার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ভানওয়ারগঞ্জ মহল্লা বিওড়ার বাসিন্দা বিবেক (২২) জানান, বুধবার রাতে রামনারায়ণ গুর্জার জলের ট্যাঙ্কের কাছে ট্রাক্টর রাখা নিয়ে বিরোধের জেরে তাকে গালিগালাজ ও মারধর করে। এরপর তার উপর ছুরি দিয়ে হামলা চালায়। ঘটনায় গুরুতর জখম হয় সে । পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ২৯৪, ৩২৩, ৩২৪ ধারায় মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।