নিজস্ব প্রতিনিধি, বিশালগড়,১৩ ডিসেম্বর : বিশালগড় , নারাউড়াস্থিত প্রভু জগদ্বন্ধু আশ্রমে শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসরের অঙ্গ হিসেবে আজ আশ্রমের নবনির্মিত নাটমন্দিরে এক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । শিবিরের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় । মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সভাপতি শ্রীমৎ উপাসকবন্ধু ব্রহ্মচারী মহারাজ ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি।
বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন , সনাতন ধর্ম আমাকে ভালবাসতে শেখায় । দেশের প্রধানমন্ত্রী হিন্দু ধর্মের প্রতিটি প্রাচীন মন্দির সাজিয়ে তোলার চেষ্টা করছে । ধর্ম আমাদের বিভেদ মুছে একসাথে চলার বার্তা দেয় । মানব রক্তের বিকল্প নেই । রক্ত উৎপাদন করার কারখানা বিজ্ঞান এখনো তৈরী করতে পারে নি ।রক্ত দান আসলেই একটি ব্যতিক্রমী ভাবনা । রক্তদানের মাধ্যমে সুদৃঢ় হয় মানবতার বন্ধন।তিনি এই ধরনের শিবির প্রতিবছর সংগঠিত করার পরামর্শ দেন ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিধায়ক সুশান্ত দেব বলেন , সনাতন ধর্ম মানে প্রেমের ধর্ম । ধর্ম আমাদের মানবতার বার্তা দেয় । বিদ্বেষ – হানাহানি মুছে এক সাথে চলতে শেখায় ধর্ম । তাছাড়া বক্তব্য রাখতে গিয়ে মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সম্পাদক বন্ধুগৌরব ব্রমচারী মহারাজ সনাতন ধর্মের তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
ঐদিন বিধায়ক উন্নয়ন তহবিল থেকে নবনির্মিত কমন ফেসিলিটি সেন্টারের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় , বিধায়ক সুশান্ত দেব প্রমুখ । এ জন্য ব্যয় হয়েছে মোট ১৮ লক্ষ ১৭ হাজার ৩৬৯ টাকা । শিবিরে ২৬ জন স্বেচ্ছায় রক্তদান করেন । উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন আগরতলা মহানাম অঙ্গনের মঠাধ্যক্ষ সমাধিবন্ধু ব্রহ্মচারী, আইনজীবী নিতাই চৌধুরী , সংগঠনের আগরতলা সম্পাদক সুদীপ কুমার রায় ,জি বি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক গৌতম ভৌমিক, প্রমুখ ।